Friday, 10 April 2015

ব্রেস্টের নিপল থেকে কষ বের হলে


ব্রেস্টের নিপল থেকে কষ বের হওয়া বলতে যে কোন জলীয় বা তরল পদার্থ ব্রেস্টের নিপল হতে নির্গত হওয়াকে বোঝায় । নিপল হতে তরল পদার্থের নিঃসরণ ব্রেস্টের একটি অন্যতম প্রধান সমস্যা । প্রায় ৫০ থেকে ৮০ ভাগ প্রজননক্ষম মহিলার ব্রেস্ট হতে স্বাভাবিক নিয়মেই এক বা কয়েক ফোঁটা তরল পদার্থ নিঃসৃত হতে পারে ।

করনীয় কি ?
ব্রেস্টের নিপল থেকে নিঃসরণ হলে মহিলাদের যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে । নিঃসৃত নালীর সংখ্যা এবং তরল পদার্থের রং দেখে বিশেষজ্ঞ চিকিৎসক পরবর্তী পরীক্ষার সিদ্ধান্ত নেবেন । যেমন - আলট্রাসনগ্রাম, ম্যামোগ্রাম, ডাকটোগ্রাম এবং নিঃসৃত পদার্থের সাইটোলজি পরীক্ষা ।

নিঃসরণের প্রকারভেদের উপর ভিত্তি করে রোগীকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয় -
১। অত্যধিক ঝুঁকিপূর্ণ
২। স্বল্প ঝুঁকিপূর্ণ
৩। মধ্যম ঝুঁকিপূর্ণ
 
১। অত্যধিক ঝুঁকিপূর্ণ -
  • এক পাশের ব্রেস্ট হতে নিঃসরণ হলে ।
  • একটি নালি হতে নিঃসরণ হলে ।
  • স্বতঃস্ফূর্ত ভাবে নিঃসরণ হলে ।
  • নিঃসরণের বর্ণ -
    • পানির মত
    • ঘোলা
    • রক্ত মেশা
২। স্বল্প ঝুঁকিপূর্ণ -
  • উভয় ব্রেস্ট হতে নিঃসরণ হলে ।
  • বহু নালী হতে নিঃসরণ হলে ।
  • চাপ প্রয়োগ করার পর নিঃসরণ হলে ।
  • নিঃসরণের বর্ণ -
    • সবুজাভ
    • দুধের মত
৩। মধ্যম ঝুঁকিপূর্ণ -
  •  নিঃসরণের বর্ণ - ঘন দুধ অথবা ছাই রঙা হলে ।
গর্ভবতী অথবা স্তন্যদানকারী মহিলা ব্যতিত ব্রেস্টের নিপল এর নিঃসরণ মানেই সবসময় অস্বাভাবিক  নয় । তবে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিতে হবে ।