
ব্রেস্টের নিপল থেকে কষ বের হওয়া বলতে যে কোন জলীয় বা তরল পদার্থ ব্রেস্টের নিপল হতে নির্গত হওয়াকে বোঝায় । নিপল হতে তরল পদার্থের নিঃসরণ ব্রেস্টের একটি অন্যতম প্রধান সমস্যা । প্রায় ৫০ থেকে ৮০ ভাগ প্রজননক্ষম মহিলার ব্রেস্ট হতে স্বাভাবিক নিয়মেই এক বা কয়েক ফোঁটা তরল পদার্থ নিঃসৃত হতে পারে ।
করনীয় কি ?
ব্রেস্টের নিপল থেকে নিঃসরণ হলে মহিলাদের যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে । নিঃসৃত নালীর সংখ্যা এবং তরল পদার্থের রং দেখে বিশেষজ্ঞ চিকিৎসক পরবর্তী পরীক্ষার সিদ্ধান্ত নেবেন । যেমন - আলট্রাসনগ্রাম, ম্যামোগ্রাম, ডাকটোগ্রাম এবং নিঃসৃত পদার্থের সাইটোলজি পরীক্ষা ।
নিঃসরণের প্রকারভেদের উপর ভিত্তি করে রোগীকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয় -
১। অত্যধিক ঝুঁকিপূর্ণ
২। স্বল্প ঝুঁকিপূর্ণ
৩। মধ্যম ঝুঁকিপূর্ণ
১। অত্যধিক ঝুঁকিপূর্ণ -
- এক পাশের ব্রেস্ট হতে নিঃসরণ হলে ।
- একটি নালি হতে নিঃসরণ হলে ।
- স্বতঃস্ফূর্ত ভাবে নিঃসরণ হলে ।
- নিঃসরণের বর্ণ -
- পানির মত
- ঘোলা
- রক্ত মেশা
২। স্বল্প ঝুঁকিপূর্ণ -
- উভয় ব্রেস্ট হতে নিঃসরণ হলে ।
- বহু নালী হতে নিঃসরণ হলে ।
- চাপ প্রয়োগ করার পর নিঃসরণ হলে ।
- নিঃসরণের বর্ণ -
- সবুজাভ
- দুধের মত
৩। মধ্যম ঝুঁকিপূর্ণ -
- নিঃসরণের বর্ণ - ঘন দুধ অথবা ছাই রঙা হলে ।
গর্ভবতী অথবা স্তন্যদানকারী মহিলা ব্যতিত ব্রেস্টের নিপল এর নিঃসরণ মানেই সবসময় অস্বাভাবিক নয় । তবে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিতে হবে ।
পানির মত তরল বের হয় কিন্তু দুই স্তন এই
ReplyDeleteপানির মত তরল বের হয় কিন্তু দুই স্তন এই
DeleteOoo do doctor dekhao
Deleteপানি বের হওয়ার কারন কি? দুই টা দিয়েই বের হয়
ReplyDeleteআপনার বার হই ভাই....?
Deleteamar age 29 ami amar dui baby k proper 2 year breastfeeding koraise ar oder age akhon boro chaka 8 year ar choto chaka 5 year akhon maja maja brest chulkaise shamnno batha akhon chap dela pani ber hoi ata kano hoi???
ReplyDeleteদুটো স্তন চাপ দিলে পানি বের হয়, আবার দুধও । পানির রং ও হলুদ হাল্কা রং । ব্যাথা নেই। বয়স ৪২ । পিল খাই। চিনি সিস্ট ধরা পড়ে ছিল কিন্তু খারাপ কিছু পায়নী
ReplyDeleteচাপ দিলে দুই স্তন থেকে পানির মতো বের হচ্ছে
ReplyDeleteএকপাশে নিপলে চাপ দিলে হালকা হলুদ রঙের তরল বের হয় এটি কি কোনো সমস্যার চিহ্ন ?
ReplyDeleteচাপ দিলে দুই স্তন থেকে পানির মতো বের হচ্ছে
ReplyDelete